Error 404 কেন দেখায়?
Published: 2021-05-02 19:30:00

অনেক সময় আমরা কোন ওয়েবপেজে ঢুকতে গেলে দেখা যায় পেজে লেখা আসে Error 404 । এই Error 404 হল একটি ওয়েবসাইটের কমন বার্তা যেটা নির্দেশ করে ওয়েবসাইটটি পাওয়া যাচ্ছে না। আবার এমনটিও হতে পারে যদি ইউজার কোন পুরাতন লিংক এ ভুল করে ক্লিক করে তাহলে এই ম্যাসেজটি দেখতে পারে। Error 404 বলতে বোঝায় সার্ভারটি বর্তমানে চলমান কিন্তু ওয়েবপেজটি কিংবা ওয়েবসাইটটিতে যাওয়ার পথটি বৈধ নয়। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কেন সেখানে কেন Missing page error না এসে Error 404 আসে। যখন ওয়েব সার্ভারটি একটি পেজ খুজে পায় না, তখন এই Error 404 বার্তা প্রদর্শন করে। আর এই Error 404 কোর্ডটি সার্চ ইঞ্জিন বুঝতে পারে। ফলে সার্চ ইঞ্জিনটি সার্চ রেজাল্ট থেকে এই পেজটিকে সরিয়ে রাখে। এমনকি Error 404 কে ওয়েবস্ক্রীপ্ট এবং ওয়েব মাস্টার টুলস সনাক্ত করেতে পারে। ফলে ওয়েবমাস্টাররা ওই পেজটিকে সনাক্ত করে ঠিক করার চেষ্টা করে।
Error 404 বলার কারণ কি? কারণ হল www এর প্রথম ডাটাবেজ বসানো হয় সুইজারল্যান্ডের একটি অফিসের চারতলার 404 নাম্বার রুমে। সেখানে ফাইল আদান প্রদান করার সময় ভুল থাকলে 404 পাওয়া যায়নি মেসেজে লেখা হত। সেখান থেকে আসা শব্দটি দ্বারা এখন সার্ভার পেজে পাওয়া না গেলে Error 404 দেখানো হয়। একইভাবে 403 মান হল নিষিদ্ধ অর্থ্যাৎ যেখানে সাধারন ইউজারের প্রবেশের অনুমতি নাই।